Site icon Jamuna Television

মিতু হত্যাকাণ্ড: বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের সাত বছর পর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ আসামির বিচার শুরু হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রথমে সাক্ষ্য দেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এরআগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় বাবুল আক্তারসহ ৫ আসামিকে। মামলার বাকি দুই আসামি পলাতক রয়েছে। আদালতে দেয়া সাক্ষ্যে বাবুল আক্তারের পরকীয়ার চিত্র তুলে ধরেন মিতুর বাবা। আগামী ২ মে অনুষ্ঠিত হবে পরবর্তী সাক্ষ্যগ্রহণ।

এএআর/

Exit mobile version