Site icon Jamuna Television

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় ১ হাজার ৩৩৫ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

দিনটির স্মরণে আজ সকাল দশটায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে বের হয়েছে সর্ববৃহৎ তাজিয়া মিছিল। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আজিমপুর এলাকায় গিয়ে অবস্থান নেয়।

এছাড়া মিরপুর, মোহাম্মদপুর, পুরানা পল্টনসহ বিভিন্ন স্থান থেকেও তাজিয়া মিছিল বের হয়। সুন্নী আন্দোলন আশুরা উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করবে।

/কিউএস

Exit mobile version