Site icon Jamuna Television

দেশ ছাড়ার আগে সকলের কাছে দোয়া চাইলেন লিটন

ছবি: সংগৃহীত

আইপিএলের ষোড়শ আসরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের তিন ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই টুর্নামেন্টটির উদ্দেশে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। পারিবারিক কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বাকি ছিলেন লিটন দাস।

রোববার (৯ এপ্রিল) তিনিও পাড়ি জমালেন কলকাতার উদ্দেশে।

এবারের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন। শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার কাছে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন এই ব্যাটার।

পোস্টে লিটন লেখেন, কলকাতার উদ্দেশে রউনা দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

/এনএএস

Exit mobile version