Site icon Jamuna Television

মেঘনায় মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় জেলে নিহতের অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নূরুল ইসলাম হাওলাদার নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ডাকাতের হামলায় খুন হয়েছেন তিনি।

সোমবার (১০ এপ্রিল) ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম স্থানীয় ভাসানচর এলাকার মৃত সুবেদ আলী হাওলাদারের ছেলে।

নিহতের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতিদিনের মতো রোববার (৯ এপ্রিল) গভীর রাতে তার বাবা নূরুল ইসলাম ও চাচা মোহাম্মদ আলী হাওলাদার মিলে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোরে মাছ ধরে ফেরার সময় সংঘবদ্ধ ডাকাতেরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ অর্থ, মাছ ও জাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। এতে নূরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচা মোহাম্মদ আলী হাওলাদার আহত হয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় চর-আব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান দেওয়ান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলেকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। তদন্তের পর নিহতের সঠিক কারণ জানা যাবে।

এএআর/

Exit mobile version