Site icon Jamuna Television

‘২৫ বলে ফিফটি করতে না পারলে, আইপিএলে খেলতে এসো না’

ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি আসরের শুরুতেই খাদের কিনারায় চলে গেছে দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে তিন ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি মুস্তাফিজের দল। এই হ্যাটট্রিক হারের জন্য দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে কড়াভাবে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেহবাগ। দিল্লি অধিনায়কের ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ওয়ার্নার। তিনি ১৬৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি আর ৫৬টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৩৯ রান সংগ্রহ করেন। তার আগে এই রেকর্ড গড়তে কোহলি খেলেন ১৮৮ ইনিংস। শিখর ধাওয়ান এই কৃতিত্ব অর্জন করেন ১৯৯ ইনিংসে।

ওয়ার্নারের রেকর্ড গড়ার ম্যাচে ২০০ রানের টার্গেট তাড়ায় দিল্লি ১৪২/৯ রানের বেশি করতে পারেনি। ৫৭ রানে হারের জন্য অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্লোমোশন ব্যাটিংকে দায়ী করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার শেহবাগ। তিনি বলেন, ডেভিড আপনি দয়া করে ভালো খেলুন। ২৫ বলে ৫০ রান করেন। জয়সওয়ালের কাছ থেকে শিখুন, তিনি ২৫ বলে ৫০ করেছেন। সেটা করতে না পারলে আইপিএল খেলতে আসবেন না।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার আরও বলেন, দলের স্বার্থে ৫৫-৬০ রান করার পরিবর্তে ডেভিড ওয়ার্নার ৩০ রানে আউট হলে ভালোই হতো। রোভম্যান পাওয়েল এবং ইশান পোড়েলের মতো খেলোয়াড়রা আগে এসে কিছু একটা করতে পারতেন। তাদের জন্য কোনো বল বাকি ছিল না এবং তারা দলের সবচেয়ে বড় হিটার।

/আরআইএম

Exit mobile version