Site icon Jamuna Television

নিজের বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে ভাইরাল ভারতীয় নারী

নিজের বিয়েতে ভরা মজলিসে ফাঁকা গুলি ছুড়ে রীতিমতো ভাইরাল ভারতের উত্তর প্রদেশের এক বৌ। সেই নারীকে হন্যে হয়ে খুঁজছে রাজ্য পুলিশ। খবর এনডিটিভির।

রোববার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যাতে বরের পাশে বসেই বাতাসে ৪টি ফাঁকা গুলি ছোঁড়েন ঐ নারী। ভারতের উত্তরাঞ্চলে বিয়ে বা নানা আনুষ্ঠানিকতায় বন্দুক থেকে গুলি ছোঁড়াটা সংস্কৃতির অংশ। কিন্তু জন-সমাগমের মধ্যে গুলি ছুড়লে অথবা কারো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে হতে পারে জেল-জরিমানা।

২০১৬ সালে এ ধরনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন লক্ষ্ণৌ আদালত। এরইমধ্যে ঐ নারীর বিরুদ্ধে মামলা ঠুকেছে স্থানীয় পুলিশ। তারপর থেকেই লাপাত্তা নববধূ।

এটিএম/

Exit mobile version