Site icon Jamuna Television

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, চট্টগ্রামের কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রঙ ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির দায়ে চট্টগ্রামের কাচ্চি ডাইনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১০ এপ্রিল) সকালে নগরীর চকবাজারে চালানো এ অভিযানে জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা জানান, অভিযানে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে সতর্ক করা হয় প্রতিষ্ঠান দুটিকে। ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন যেকোনো অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে জানিয়ে অভিযান অব্যাহত থাকার কথা জানায় সংস্থাটি।

এএআর/

Exit mobile version