Site icon Jamuna Television

‘লক্ষ্য থাকবে দেশের জন্য সেরাটা দেয়ার’

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি। সেখানে চমক হিসেবে রাখা হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে। তবে চোটের কারণে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। প্রথমবারের স্কোয়াডে সুযোগ পেয়ে মৃত্যুঞ্জয় জানান, লক্ষ্য থাকবে দেশের জন্য সেরাটা দেয়ার।

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজেও দলে জায়গা হয়নি আফিফের। এদিকে, লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। ফলে, কলকাতা শিবিরে যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে ডানহাতি এই ব্যাটারকে।

বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেই আলোচনায় আসেন মৃত্যুঞ্জয়। হ্যাটট্রিক করার রেকর্ডও আছে তার। বল হাতে ভালো পারফরমেন্স করলেও ব্যাট হাতে এখনও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার জানান, দেশের জন্য অনেক ভালো কিছু করার ইচ্ছে আছে তার।

 মৃত্যুঞ্জয় বলেন, লক্ষ্য থাকবে দেশের জন্য সেরাটা দেয়ার। নিজেকে প্রমাণ করা, যেন আমি বিশ্ব ক্রিকেটে একজন ডোমিনেটকারী অলরাউন্ডার হতে পারি। নিজ দেশের জন্য অনেক ভালো কিছু করার ইচ্ছে আছে। তিনি আরও বলেন, আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়েছি এখন বাকিটা আল্লাহ ভরসা। যেভাবে পারফর্ম করছি আশা করি ভালো কিছু হবে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ এবং ১৪ মে। এই সিরিজটি আইরিশদের জন্য গুরুত্বপূর্ণ বেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিনটি ম্যাচই জিততে হবে তাদের।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

/আরআইএম

Exit mobile version