Site icon Jamuna Television

ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮১ জনে

ভূমিকম্পে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ক্রমাগত বেড়ে চলেছে নিহতের সংখ্যা। আজ শুক্রবার সেনা সমর্থিত একটি সূত্র জানায় এখন পর্যন্ত প্রাণহানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮১ জনে।

পর্যটনের জন্য বিখ্যাত লম্বক ও প্রতিবেশী দ্বীপ বালিতে গৃহহীন হয়ে পড়েছেন দুই লাখ ৭০ হাজার মানুষ। যাদের প্রায় সবাই খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

গত এক সপ্তাহে তিনটি শক্তিশালী ভূমিকম্পে ক্ষতির শিকার হয়েছে অন্তত ৬৫ হাজার ঘরবাড়ি। এসব ধ্বংসস্তুপ সরাতে যৌথভাবে কাজ করছে দেশটির ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী।

এখনও ধ্বংসস্তুপের নিচ থেকে মিলছে অনেক হতভাগ্যের মরদেহ। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ, টেলি যোগাযোগ ও সড়ক যাতায়াত ব্যবস্থা। আকাশ ও জলপথে চলছে উদ্ধার অভিযান। জরুরি ত্রাণসেবাও আনা হচ্ছে এসব পথে।

গত রোববার লম্বক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার জোরালো ভূমিকম্প হয়। এর রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার আবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর, অন্তত সাড়ে ৩শ টি আফটারশক বা অনুকম্পন হয়।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version