Site icon Jamuna Television

ছেলেদের ঈদ কেনাকাটায় পছন্দের শীর্ষে ‘চিকেন কারি’

রান্না ঘরের কোনো রেসিপি নয়, পাঞ্জাবির নামই ‘চিকেন কারি’। মুরগির বিশেষ খাবারটি যেমন জনপ্রিয়, তেমনি চট্টগ্রামের ঈদের বাজারেও ছেলেদের অন্যতম পছন্দ চিকেন কারি পাঞ্জাবি। বন্দরনগরীর বেশিরভাগ শপিংমলে ভারতীয় এই পোশাকটির আধিপত্য। একেকটির ওজন আধা কেজিরও বেশি, দামও তেমন।

চিকেন কারির মতো বাহারি নামের পোশাকের আধিপত্য এখন চট্টগ্রামের ঈদ মার্কেটে। বিদেশ থেকে আনা এসব পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষণও বেশি। তবে অন্যান্যবারের তুলনায় দাম চড়া হওয়ায় সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে কষ্ট হচ্ছে অনেকের।

শুধু পাঞ্জাবি নয়; চট্টগ্রামের ঈদের বাজারে পোশাক ও জুতাসহ বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের পছন্দের শীর্ষে ভারতীয় পণ্য।

/এমএন

Exit mobile version