Site icon Jamuna Television

কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতারা হলো- উপজেলার বলাকান্দর এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইমরান হোসেন ও ফয়লা মাস্টারপাড়া এলাকার স্বপন দাসের ছেলে সমিত দাস বাবু।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তবে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে ইমরান হোসেনের বিরুদ্ধে ৩টি ও সমিত দাস বাবুর বিরুদ্ধে ২টি মাদক আইনে মামলা রয়েছে।

এএআর/

Exit mobile version