Site icon Jamuna Television

কুষ্টিয়ার বাস শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে কুষ্টিয়া বাস মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বাস মালিকদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের দাবি, কুষ্টিয়া থেকে ফরিদপুর রুটে একটি ট্রিপ দিতে হবে; যা মানতে নারাজ কুষ্টিয়ার বাস মালিক-শ্রমিক ইউনিয়ন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ওই বৈঠকে বেশ কয়েকবার তর্কবিতর্কে জড়ান দুই জেলার পরিবহন মালিক নেতারা। দীর্ঘ আলোচনা করার পরেও কোনও সমাধান হয়নি তাদের মধ্যে।

তবে কুষ্টিয়ার বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, সামনে ঈদ এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাছাড়া নিজেদের দাবি এবং দ্বন্দ্ব নিয়ে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

এএআর/

Exit mobile version