Site icon Jamuna Television

ঈদের আগে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে: আইজিপি

ঈদকে সামনে রেখে রাজধানীর বিপনী বিতানগুলোকে আরও নিরাপদ করতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও নিউ মার্কেট পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বললেন, ঈদের আগে সাদা পোশাকে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও।

এ সময় আসন্ন বাংলা নববর্ষের নিরাপত্তা ঝুঁকি আছে কি না এমন প্রশ্নে আইজিপি জানান, নববর্ষের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনও শঙ্কা নেই। তবে শঙ্কা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

/এমএন

Exit mobile version