Site icon Jamuna Television

ভারতে বাড়ছে করোনা, স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ

টাইমস অব ইন্ডিয়া থেকে সংগৃহীত ছবি।

ভারতে আবারও বাড়ছে করোনা মহামারির প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইন্টিন। সম্প্রতি, করোনা নতুন করে বিস্তারের পর এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার (৯ এপ্রিল) শুধু দিল্লিতেই ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এরইমধ্যে কেরালা, হরিয়ানা ও পণ্ডিচেরিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার। উত্তর প্রদেশে বিমানবন্দরগুলোয় বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় জোর দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিভাগকে অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে বলে গেছে।

প্রসঙ্গত, এ অবস্থায় দেশের নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)

/এসএইচ

Exit mobile version