Site icon Jamuna Television

মাতুয়াইলে দেয়াল ধসে কিশোরের মৃত্যু

রাজধানীর মাতুয়াইলে দেয়াল ধসে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শাহাদতের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। পরিবারের সাথে তিনি গোপিবাগ দ্বিতীয় গলিতে থাকতেন।

সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইল কবরস্থান এলাকার পুরান মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, একটি মালবোঝাই পিকআপের ধাক্কায় আগে থেকে নাজুক অবস্থায় থাকা একটি দেয়াল ধসে পড়ে। শাহাদত ওই পিকআপটিকেই গাড়ি ঘোরাতে সাহায্য করছিলেন। এ সময় দেয়াল ধসে পড়লে তার নিচেই চাপা পড়েন শাহাদত। এরপরই দ্রুত তাকে পিকআপে করে হাসপাতালে নেয়া হয়। তবে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা এ ঘটনায় কোনো মামলা করতে অনিচ্ছুক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version