Site icon Jamuna Television

ব্যাংকের বুথের টাকা চুরির চেষ্টা, নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় অবস্থিত মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বুথ ভেংগে টাকা চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সেই সাথে সকাল থেকেই বুথের নৈশ প্রহরী শফিকুল ইসলাম নিখোঁজ থাকার পর বিকেলে ব্যাংকের বুথের উপর তলা হাবিব ম্যানশনের একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের বুথের শার্টার ভাঙ্গা দেখে বুথে চুরি হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বুথের ভিতরে লকার ভাঙ্গা অবস্থায় দেখতে পায়, প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে দুর্বৃত্তরা লকার ভেংগে বুথে চুরির চেষ্টা করেছিল তবে বুথ থেকে কোন টাকা চুরি হয়নি।

ঘটনার পর থেকে শফিকুল ইসলাম নামে দায়িত্বরত নৈশ প্রহরী নিখোঁজ ছিলেন কিন্তু অনেক খোঁজখুঁজির পর বাটার মোড় এলাকার হাবিব ম্যানশন ভবনের একটি টয়লেট থেকে বিকেলে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশের ধারনা নৈশ্য প্রহরীকে হত্যা করে দুর্বৃত্তরা বুথে চুরির চেষ্টা চালিয়েছিল।

Exit mobile version