Site icon Jamuna Television

বায়ার্নকে আটকাতে পারবে ম্যান সিটি?

ছবি: সংগৃহীত

শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াই। প্রথম লেগে আজ বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচে বেনফিকার বিপক্ষে লড়বে ইন্টার মিলান। দু’টি ম্যাচই শুরু হবে রাত একটায়।

ইংলিশ লিগে সবশেষ পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে পেপ গার্দিওয়ালার ম্যান সিটি। কিন্তু ইউরোপ সেরার লড়াইয়ে বরাবরই হোঁচট খেয়েছে দলটি। সেরা সাফল্য বলতে ২০২১ সালে চেলসির কাছে হেরে রানার্সআপ হওয়া। এ নিয়ে টানা ষষ্ঠবার কোয়ার্টার ফাইনালে লড়বে সিটিজেনরা। দলের গোলমেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যাশা থাকবে ম্যানসিটির। বিপরীতে নতুন কোচ টমাস টুখেলের অধীনে খুব বেশি সময় পায়নি বায়ার্ন মিউনিখ। ইনজুরির কারণে পাওয়া যাবে না চুপো মোটিংকে। তারপরও জয় নিয়েই ফিরতে চায় বাভারিয়ানরা। আর এটা তো বলাই বাহুল্য, দুর্দান্ত ফর্মে থাকা ম্যান সিটিকে আটকাতে পারার সামর্থ্য যেসব জায়ান্টের আছে, তার মধ্যে আগেভাগেই থাকবে বাভারিয়ানদের নাম।

অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার আতিথ্য নেবে ইন্টার মিলান। লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিমোনে ইনজাগির দলের। নেই সেরা চারে। সবশেষ ছয় ম্যাচে নেই জয়ের দেখা। অন্যদিকে ৭ পয়েন্টে এগিয়ে নিজেদের লিগে শীর্ষে আছে বেনফিকা। দু’দলের সবশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০০৪ সালে ইউরোপা লিগের ম্যাচে। সেবার বেনফিকার মাঠে ড্র করলেও ঘরের মাঠে ৪-৩ গোলের জয় পেয়েছিল ইন্টার মিলান। এবার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়ে শেষ আটে পা রাখে দলটি।

আরও পড়ুন: ‘মেসি নিখুঁত, আর হাল্যান্ড-রোনালদো গোলমেশিন’

/এম ই

Exit mobile version