Site icon Jamuna Television

‘পৌঁছে গেছে লিটন দা!’

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিটন কুমার দাসকে স্বাগত জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। সোমবার (১০ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের ফেরিফায়েড ফেসবুক পেইজে টাইগার উইকেটকিপার ব্যাটারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়, ‘পৌঁছে গেছে লিটন দা!’

গত ৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দেন লিটন দাস। কলকাতায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়ে কেকেআর থেকে দেয়া হয় পোস্ট। এরপর অবশ্য লিটনের আরও দুইটি ভিডিও প্রকাশ করেছে এই ফ্র্যাঞ্চাইজি। একটিতে দেখা যায়, কেকেআরের ক্যাম্পে পৌঁছে গেছেন লিটন। সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘অপেক্ষা শেষ হলো! বাড়ি এলো, লিটন দা!’

আরেক ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে যাচ্ছেন লিটন দাস। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রিংকু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্সের জয় পাওয়া নিয়ে সেই ভিডিওতে প্রতিক্রিয়া জানান বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটার।

/এম ই

Exit mobile version