Site icon Jamuna Television

৩০ এপ্রিল হত্যা করা হবে সালমান খানকে, ফের হুমকি!

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে। নিজেকে রকি ভাই দাবি করে সরাসরি মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, রকি যোধপুরের বাসিন্দা। সে স্বঘোষিত গোরক্ষক। সালমানকে আগামী ৩০ এপ্রিল খুন করা হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তখন ফোন করা ব্যক্তি নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই পরিচয় দিয়ে সালমান খানকে ৩০ এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে গত মার্চে ই-মেইলে এ তারকাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে। এরপর থেকে সালমানকে বিশেষ ‘ওয়াই প্লা’ ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়া বলিউড ভাইজানের ব্যক্তিগত দেহরক্ষীরাও তৎপর হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যোধপুরে সিনেমার শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠে সালমানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের শত্রু হয়ে আছেন তিনি।

এএআর/

Exit mobile version