Site icon Jamuna Television

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল দেড় বছরের শিশুর

নিহত শিশু রাফিয়া খান। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাত আনুমানিক একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এরআগে ওইদিন রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শিশু রাফিয়া ঘরের সিঁড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কামড়ের চিহ্ন। পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায় তারা। পরক্ষণে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুটির মৃত্যু হয়।

এএআর/

Exit mobile version