Site icon Jamuna Television

নবাবগঞ্জে বাঙ্গি চাষে লাভবান কৃষকরা, তবে সড়কের বেহাল দশায় বিড়ম্বনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙ্গাভিটায় বাঙ্গি চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় চাষিরা। প্রতিদিন শত শত নৌকা ভর্তি বাঙ্গির বেচাকেনা হয় ভাঙ্গাভিটা হাটে। প্রতিদিন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ থেকে শত শত ব্যবসায়ী বাঙ্গি কেনার জন্য ভিড় জমান।

তবে, ভাঙ্গাভিটা গ্রামের তিনদিকে ইছামতি নদী আর একটিমাত্র কাঁচাসড়ক। সড়কটির বেহাল দশায় বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ী ও কৃষকরা। তারা বলছেন, সড়ক অবকাঠামো ভালো হলে ব্যবসার পরিধি আরও বাড়বে। একটু বৃষ্টি হলেই সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা সড়ক ও সেতু সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

ভাঙ্গাভিটায় ডিসেম্বর থেকে মে পর্যন্ত বাঙ্গি চাষ হয়। বাকি সময় আমন ধানের আবাদ চলে।

/এমএন

Exit mobile version