Site icon Jamuna Television

আলোচিত গোল্ডেন মনিরকে কারাগারেই থাকতে হচ্ছে

২৬ এপ্রিলের আগে কারামুক্ত হতে পারবেন না আলোচিত অর্থপাচার মামলার আসামি মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বার আদালত। অর্থাৎ ওই দিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত গোল্ডেন মনির কারাগার থেকে বের হতে পারবে না বলে আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।

এর আগে, গত ৫ এপ্রিল অর্থপাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। ২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকে আসামি করা হয়। এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

/এমএন

Exit mobile version