Site icon Jamuna Television

নিউ জার্সিতে নামাজ চলাকালে ইমামকে ছুরিকাঘাত (ভিডিও)

নিউ জার্সির ওমার মসজিদে নামাজ চলাকালীন ইমামের ওপর হামলা চালায় শেরিফ জোরবা (ইনসেটে)।

নামাজ চলাকালে ইমামের ওপর হামলা চালিয়েছে শেরিফ জোরবা (৩২) নামের এক দুর্বৃত্ত। ভুক্তভোগী ইমাম বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর সিবিএস নিউজের।

রোববার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসন এলাকার ওমার মসজিদে ঘটে এ ঘটনা।

জানা গেছে, মসজিদে ফজরের নামাজ পড়াচ্ছিলেন ইমাম সাঈদ এল নাকিব। মুসল্লিরা সিজদায় গেলে, জামাত থেকে বেরিয়ে ষাটোর্ধ্ব ইমামের ওপর চড়াও হন হামলাকারী শেরিফ জোরবা। এ সময় ২-৩ বার ধারালো অস্ত্র দিয়ে ইমাম সাঈদকে আঘাত করেন তিনি। পুরো ঘটনাটি রেকর্ড হয় মসজিদের সিসিটিভিতে।

আক্রমণের ব্যাপারটি বুঝতে পেরে উপস্থিত মুসল্লিরা শেরিফ জোরবাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। তবে এ হামলার মোটিভ সর্ম্পকে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে নিউ জার্সি পুলিশ।

/এসএইচ

Exit mobile version