Site icon Jamuna Television

রেকর্ড দামে গাড়ির নম্বরপ্লেট বিক্রি

ছবি: সংগৃহীত

সম্প্রতি দুবাইয়ে একটি গাড়ির নম্বর প্লেট রেকর্ড দামে বিক্রি হয়েছে। ‘পি-৭’ লেখা নম্বরপ্লেটটি বিক্রি হয়েছে দেড় কোটি ডলারে। খবর খালিজ টাইমস’র।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জুমেইরাহ এলাকায় অভিজাত ফোর সিজন রিসোর্টে আয়োজন করা হয় নিলাম।

দুবাইয়ের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ও সবচেয়ে অভিজাত নম্বরপ্লেট এটি।

এর আগে, ২০০৮ সালে আবুধাবিতে একটি নম্বরপ্লেট ৫ কোটি ২২ লাখ দিরহামে বিক্রি হয়েছিল। এটাই ছিল সবচেয়ে বেশি দামে ‘অভিজাত’ নম্বরপ্লেট বিক্রির ঘটনা।

/এনএএস

Exit mobile version