
সিলেট ব্যুরো:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে নগরীর কুমারপাড়ায় মেয়রের বাসায় তার মেয়ের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ওই কক্ষের এসি, সোফাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরিফুল হক চৌধুরী গত ২ এপ্রিল যুক্তরাজ্যে গেছেন। তিনি দেশে ফেরার পর তার অনুমতিক্রমে আগুন লাগার বিষয়টি তদন্ত করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস।
/এমএন
 
				
				
				
 
				
				
			


Leave a reply