Site icon Jamuna Television

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণহানি বেড়ে ১০০

মিয়ানমারের সাগাইং এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১০০ জনে। বুধবার (১২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, জান্তা বিরোধীদের উদ্যোগে ওই স্থানে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে উদ্বোধন করা হচ্ছিল স্থানীয় রাজনৈতিক দলের একটি দফতর। সকাল সাড়ে ৮টা নাগাদ জন-সমাবেশ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা-গোলাবারুদ ছোড়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অর্ধ-শতাধিক মানুষ। বাকিদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়।

নিহতের মধ্যে ২০-৩০ জন নারী ও শিশু রয়েছে। গণতন্ত্রপন্থী একটি সংগঠন প্রকাশ নারকীয় এই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গেল দু’বছরে সামরিক বাহিনীর চালানো অভিযানে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

ইউএইচ/

Exit mobile version