Site icon Jamuna Television

বেনফিকার বিরুদ্ধে সহজ জয় ইন্টার মিলানের

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ চমক দেখিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। তবে শেষ আটের প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে হেরে গেছে ২-০ গোলে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে দ্য লাজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে প্রথম লিড নেয় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে ৫১ মিনিটে গোল করেন নিকোলো বেরেল্লা।

এরপর ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। পেনাল্টি থেকে গোল করেন দীর্ঘ সময় ইনজুরিতে থাকা বেলজিয়াম স্ট্রাইকার। এই জয়ে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে এগোলো।

এএআর/

Exit mobile version