রাজধানীর বঙ্গবাজার মার্কেটের পোড়া ধ্বংসস্তূপ সরিয়ে ব্যবসায়ীদের জন্য অস্থায়ীভাবে বসার উপযোগী করা হয়েছে। চৌকি নিয়ে সেখানে প্রস্তুত দোকানদাররা। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে বেচাকেনা শুরু হবার কথা রয়েছে।
বুধবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তারা এখন অনেক আশাবাদী, ভালোভাবে ব্যবসা করতে পারলে দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। দ্রুত অস্থায়ী দোকানের জায়গা প্রস্তুত করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান ব্যবসায়ীরা।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তদন্ত কমিটি জানায়, বঙ্গবাজারের আগুনে ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের দোকান। পাশের অ্যানেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছিল আগুন।
/এমএন

