Site icon Jamuna Television

ভারতে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৯

ভারতে দক্ষিণের কেরালা রাজ্যে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। গেলো দু’দিনে রাজ্যের সাত জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

শুক্রবার (১০ আগস্ট) টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ব্যপক অবনতির পর রাজ্যের ২৫টির বেশি বাঁধ খুলে দেয়া হয়।

আর এ কারণে বিপজ্জনক হারে পানি বেড়ে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল।

যৌথভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সেনাবাহিনী। সাড়ে ৪শ’ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৫৩ হাজার মানুষ।

আবহাওয়া বিভাগ বলছে, আরও অন্তত ৪৮ ঘণ্টা হবে ভারি বৃষ্টিপাত। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইদুক্কিসহ আট জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version