Site icon Jamuna Television

রাজধানীতে বৈসাবি র‍্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়

বৈসাবি উৎসব হবে সার্বজনীন। পাহাড়ি বাঙালিদের মাঝে ভেদাভেদ দূর করার উপলক্ষ। এমন প্রত্যাশা নিয়ে রাজধানীতেও বৈসাবি র‍্যালি করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়।

বুধবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর বেইলি রোডে এ র‍্যালির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। যতোটুকু আছে তা দূর হবে এসব উৎসব সার্বজনীনভাবে পালনের মধ্যে দিয়ে। পাহাড়ি অঞ্চলে নিরাপদে সবাই বৈসাবি উৎসব করতে পারছে বলেও জানান তিনি।

বেলুন উড়িয়ে বৈসাবির র‍্যালি উদ্বোধনের পর লেকে ফুল ভাসিয়ে উৎসবে অংশ নেন অতিথিরা। রাজধানীর বেইলি রোড থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি। যেখানে অংশ নেন সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

ইউএইচ/

Exit mobile version