Site icon Jamuna Television

বঙ্গবাজারে অস্থায়ী দোকানে বেচাকেনা শুরু

ধ্বংসস্তূপ সরিয়ে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অস্থায়ী দোকানে শুরু হয়েছে বেচাকেনা। বুধবার (১২ এপ্রিল) দুপুরে এই অস্থায়ী দোকানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ সময় ফজলে নূর তাপস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। ঈদের আগেই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানালেন, এখন তারা আশাবাদী, ব্যবসা চালিয়ে যেতে পারলে তাড়াতাড়ি ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। অস্থায়ী দোকানের জায়গা দ্রুত প্রস্তুত করে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানান ব্যবসায়ীরা।

এর আগে, গতকাল সিটি করপোরেশনের তদন্ত রিপোর্টে বলা হয়, নাশকতা নয়, সিগারেটের আগুন অথবা মশার কয়েল থেকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। এতে ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকার। গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের দোকান। পাশের অ্যানেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছিল আগুন।

/এমএন

Exit mobile version