Site icon Jamuna Television

মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, এ কারণে মির্জা ফখরুল গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলছেন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি। বললেন, বিএনপি নিজেদের অসহায়ত্ব ও পরাধীনতাকে জনগণের ওপর চাপিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছে। গণদাবির পক্ষেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি ক্ষমতা দখলের পাঁয়তারায় এই ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে অপব্যবহার করেছে। সংবিধান ও আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার সুযোগ নেই।

/এমএন

Exit mobile version