Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। বুধবার (১২ এপ্রিল) এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া টানা ১০ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।

মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে।

এর আগে গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়, যা বিরল। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলের ওপর দিয়ে। তবে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ১০ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে। একইসাথে তাপমাত্রা আরও বাড়বে।

ইউএইচ/

Exit mobile version