Site icon Jamuna Television

ইতালির উপকূলে আটকে পড়া ৪ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হয়নি এখনও

ইতালির দক্ষিণ উপকূলে আটকে থাকা চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীদের এখনও উদ্ধার করতে পারেনি দেশটির কোস্টগার্ড। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ বলছে, সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণেই বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। বর্তমানে নৌকাটিকে পর্যবেক্ষণে রেখেছে কোস্টগার্ড।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নৌযানটিতে থাকা ব্যক্তিদের অবস্থা সংকটাপন্ন। তাদের জরুরিভিত্তিতে খাদ্য ও চিকিৎসা প্রয়োজন। নৌকাটিতে পানি উঠে গেছে, জ্বালানিও শেষ। সবমিলিয়ে অভিবাসনপ্রত্যাশীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে বিভিন্ন সংস্থা। দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এবং তাদের জরুরি সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। নৌযানটি লিবিয়া থেকে রওনা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

/এমএন

Exit mobile version