Site icon Jamuna Television

নওগাঁ সীমান্তে ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ

নওগাঁর আগ্রাদ্বিগুন সীমান্তে ভারতের সাথে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হলো। ৭৫ শতক জমি ফেরত পেলো বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দু’দেশের ভূমি জরিপ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমি মাপ-যোগ শেষে সিদ্ধান্ত জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা। এ সময় দু’দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, সীমান্ত পিলার ২৫৭ বি, ২০ আর সংলগ্ন সীমানা ও ৭৫ শতক জমি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দু’দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি প্রমাণিত হয়েছে। আবারও জমিতে চাষাবাদ করতে পারবেন বাংলাদেশি কৃষক।

ইউএইচ/

Exit mobile version