Site icon Jamuna Television

রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়া কর্মীদের ৫৪.৫ শতাংশ এখনও কর্মহীন: সমীক্ষা

ফাইল ছবি।

রানা প্লাজা দুঘর্টনায় বেঁচে যাওয়াদের মধ্যে বেকারত্বের হার হ্রাস পেলেও বর্তমানে কর্মহীন রয়েছেন ৫৪ দশমিক ৫ শতাংশ। রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর উপলক্ষে বুধবার (১২ এপ্রিল) ‘রানা প্লাজা দুঘর্টনা: ট্রাজেডি এবং ট্রান্সফরমেশন’ শীর্ষক সমীক্ষায় এই ফলাফল উপস্থাপন করে একশনএইড বাংলাদেশ।

বেঁচে যাওয়া ২০০ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী ৩৬ শতাংশ তাদের আদি পেশা গার্মেন্টসে ফিরে গেছেন। বাকিরা অন্য পেশায় যোগদান করেছেন। তবে বেকারত্বের পেছনে মূল কারণ শারীরিক স্বাস্থ্যগত অবস্থার অবনতি। এখনও ২৯ শতাংশ মানসিক ট্রমার মধ্যে জীবনযাপন করছেন।

তবে গত বছরের তুলনায় বেঁচে যাওয়াদের পরিবারের আয়ের পরিস্থিতি উন্নতি হয়েছে। এখনও দুঘর্টনার শিকার হওয়া ব্যক্তিদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত হয়নি বলে জানান আলোচকরা।

/এমএন

Exit mobile version