Site icon Jamuna Television

শুটিংয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত (ফাইল ছবি)

বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বুধবার (১২ এপ্রিল) বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-এর শুটিংয়ে বোমা বিস্ফোরণের দৃশ্যে অভিনয়ের সময় আহত হন তিনি। এ সময়, সঞ্জয়ের কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, এ ঘটনার সাথেসাথেই চিকিৎসার জন্য সঞ্জয়কে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত, বন্ধ রয়েছে শুটিং সিনেমার। তবে ঠিক কীভাবে সঞ্জয় আহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ক্যানসারের চিকিৎসার মধ্যেই শুটিংয়ে অংশ নিচ্ছেন সঞ্জয় দত্ত। তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শাহরুখের আসন্ন ‘জাওয়ান’, থালাপাতি বিজয়ের ‘লিও’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া কমেডি মুভি সিরিজ ‘হেরা ফেরি ৩’তেও দেখা যাবে সঞ্জয়কে।

/এসএইচ

Exit mobile version