Site icon Jamuna Television

রাতে ৩ ঘণ্টার বেশি ঘুমান না বিটিএস’র সুগা, খান দিনে দুইবার

গত পাঁচ ছয় বছর ধরে রাতে ৩ ঘণ্টার বেশি ঘুমান না দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস’র গায়ক সুগা। এছাড়া সকালের নাস্তা ও দুপুরের খাবারও খান না তিনি। খবর দ্য কোরিয়া টাইমস’র।

‘দেউনদেউন’ নামের এক ইউটিউব চ্যানেলের সেই টক শোতে দক্ষিণ কোরিয়ার শিল্পী সুগা জানান, রাতে তিন ঘণ্টার বেশি না ঘুমালেও দিনে কাজের ফাঁকে সময় পেলে ঘুমিয়ে নেন তিনি।

একবার রাতে, আরেকবার মধ্যরাতে খান সুগা। তবে তার খাওয়ার অনিয়ম নিয়ে বাবা উদ্বিগ্ন থাকতেন, সুগাকে নিয়মিত খাবার গ্রহণের তাগিদ দেন তিনি।

সুগা বলেন, আমার বাবা বিশ্বাস করেন, দিনে তিনবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সকালের নাশতা ও দুপুরের খাবার খাই না। বিষয়টি নিয়ে আমাকে বারবার তিনি সতর্ক করেছেন।

এটিএম/

Exit mobile version