Site icon Jamuna Television

টঙ্গীতে দত্তক নেয়া শিশুকে নির্যাতনের অভিযোগ, পালক মা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে দত্তক নেয়া আট বছর বয়সী এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পালিত মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পালিত মা শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে ওই মেয়ে শিশুটিকে দত্তক নেন শাহিনুর বেগম-লিটন দম্পতি। সোমবার দিবাগত রাতে ফের মারধর ও কাঁচের টুকরো দিয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহিনুর। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার মারধরের খবর পেয়ে শিশুটিকে দেখতে আসেন তার নানী ও মামা। পরে শারীরিক অবস্থা দেখে থানায় খবর দেন।

এটিএম/

Exit mobile version