Site icon Jamuna Television

‘টুইটার চালানো কষ্টকর, সঠিক ব্যক্তি পেলে বিক্রি করে দেবো’

ছবি: সংগৃহীত

টুইটারের মালিক হওয়া এবং টুইটার চালানো বেশ কষ্টকর। সঠিক ব্যক্তির সন্ধান পেলে কোম্পানিটি বিক্রি করে দিবেন বলে জানিয়েছেন টুইটারের সিইও ইলন মাস্ক। খবর এনডিটিভি’র।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স এর মালিক মাস্ক গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনেন।

এ বিষয়ে মাস্ক বলেন, সবকিছু এখন ভালোভাবেই চলছে। টুইটার কেনার সিদ্ধান্তটি সঠিক ছিল।

মাস্ক আরও বলেন, তিনি যখন ফার্মটি কিনেছিলেন তখন ৮০০০ কর্মী ছিল। তা থেকে কমিয়ে ১৫০০ করার কাজটি খুব একটা সহজ ছিল না। কোম্পানিটি কেনার পর থেকে অনেক প্রকৌশলীর বিদায় প্লাটফর্মের টিকে থাকা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।

/এনএএস

Exit mobile version