Site icon Jamuna Television

আধিপত্য দেখিয়ে চেলসিকে হারালো রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের দাপট। ইউরোপসেরা প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবারও সেই পথে আরেক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি। নিজেদের মাঠে সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে শেষ আটের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও।

প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে তেমন সুযোগই তৈরি করতে পারেনি চেলসি। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদের সামনে পাত্তাই পায়নি লন্ডনের ক্লাবটি।প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলার ২১ মিনিটে এগিয়ে যায় গ্যালাক্টিকোরা। বক্সের ভেতর বল পেয়ে ভলি করেন ভিনিসিয়াস জুনিয়র। গোলরক্ষক বিপদমুক্ত করতে না পারলে বল চলে যায় করিম বেনজেমার কাছে। আলতো টোকায় স্কোর লাইন ১-০ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

খেলার ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা মার্কো আসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে নিচু শটে বল জালে জড়ান এই স্প্যানিশ স্ট্রাইকার। আগামী মঙ্গলবার ফিরতি লেগের খেলায় মুখোমুখি হবে দু’দল।

ইউএইচ/

Exit mobile version