Site icon Jamuna Television

‘ইসির উপর জাতীয় পার্টির আস্থা আছে’

বিএনপি নির্বাচনে অংশ নিলেও তিন’শ আসনে জাতীয় পার্টি প্রার্থী দিবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয় নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় এরশাদ বলেন, ইসির উপর জাতীয় পার্টির আস্থা আছে। এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি।

এরশাদ বলেন, দেশে অরাজকতা চলছে। আর এসব পরিস্থিতি থেকে মানুষ মুক্তি ও পরিবর্তন চায়। আর এ কারণে জাতীয় পার্টির ক্ষমতায় আসা দরকার বলেও জানান তিনি।

এইচ এম এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালীন সময় দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version