Site icon Jamuna Television

বাবা হারালেন তাহসান খান

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ছেলে তাহসান খান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এর পর হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিতে নিতেই তিনি চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। উনার দাফনের বিষয়ে পরে জানানো হবে।

তাহসানের স্বজনরা জানান, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরআগে গত ফেব্রুয়ারিতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেয়া হয়।

এএআর/

Exit mobile version