Site icon Jamuna Television

জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

জাপানের হোক্কাইডো দ্বীপের খুব কাছের সমুদ্রাঞ্চলে ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সকাল ৭টা ২৩ মিনিটে পিয়ংইয়ংয়ের কাছের একটি জায়গা থেকে চালানো হয় এ পরীক্ষা। ধারণা করা হচ্ছে, মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। একে উসকানিমূলক আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে টোকিও। নিরাপত্তার খাতিরে হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।

গেল অক্টোবরে সমুদ্র উপকূলে একগুচ্ছ মিসাইল ছোড়া হলে এমন সতর্কতা জারি করে জাপান। ২০২২ সালে অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উন প্রশাসন। যার মাঝে একটি ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। তাছাড়া, ট্রেন ও সাবমেরিন থেকেও চালানো হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা।

ইউএইচ/

Exit mobile version