Site icon Jamuna Television

ভারতের সেনা ঘাঁটিতে হামলার ব্যাপারে যা জানা গেল

ভারতের পাঞ্জাব রাজ্যের সেনাঘাঁটিতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় প্রাণ গেছে ৪ সেনা সদস্যের। বুধবার (১২ এপ্রিল) ভোরের ওই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হামলার বিষয়টি পর্যবেক্ষণের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে একটি রিপোর্ট দেন জেনারেল মনোজ পাণ্ডে। এতে জানানো হয়, বুধবার ভোরে ভাটিণ্ডা সেনা ছাউনিতে দু’জন ব্যক্তি অস্ত্র হাতে প্রবেশ করে। ঘুমন্ত সেনাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা পালিয়ে যায় পাশের জঙ্গলে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ৯ এপ্রিল অস্ত্রাগার থেকে চুরি যায় একটি ইনসাস রাইফেল ও বেশকিছু গোলাবারুদ। ধারণা করা হচ্ছে, হামলায় সেগুলোই ব্যবহার করা হয়েছে। কারণ সেনাদের মরদেহের পাশেই রাইফেলটি পাওয়া গিয়েছে।

এ হামলায় পুরো ভারতজুড়ে হৈচৈ পড়ে গিয়েছে। পাকিস্তান সীমান্তের কাছের ঘাঁটিতেই নিরাপত্তার দুর্বলতা এবং সামরিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ইউএইচ/

Exit mobile version