Site icon Jamuna Television

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেনেসি পার্লামেন্টে ফিরলেন ২ বহিষ্কৃত এমপি

বরখাস্তের এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের টেনেসি পার্লামেন্টে পুনঃনিয়োগ পেলেন দুই কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা। বুধবার (১২ এপ্রিল) বিশেষ অধিবেশনে হওয়া ভোটাভুটিতে তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়। দুই কৃষ্ণাঙ্গ রাজনীতিক শপথও গ্রহণ করেন। খবর রয়টার্সের।

গেলো সপ্তাহে টেনেসির প্রতিনিধি পরিষদে হওয়া ভোটাভুটিতে বরখাস্ত হন দুই ডেমোক্র্যাট এমপি। বর্তমানে রাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষের নেতৃত্বে রয়েছে রিপাবলিক পার্টি। অভিযোগ ছিলো, অস্ত্র আইন সংস্কারের দাবিতে হওয়া বিক্ষোভে ৩০ মার্চ সাধারণ রাজ্যবাসীর সাথে তারা যোগ দিয়েছিলেন। তোলেন, পরিবর্তনের স্লোগানও। যেটিকে সংবিধানবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেয়া হয় পার্লামেন্টে।

/এমএন

Exit mobile version