Site icon Jamuna Television

মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩

ছবি : সংগৃহীত

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। খবর সিএনএন’র।

মঙ্গলবার (১২ এপ্রিল) মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কান্ত বালু পৌর শহরে এ বিমান হামলা চালানো হয়।

দেশটির জাতীয় ঐক্য সরকারের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে দেশটিতে সংঘটিত সেনা অভ্যুত্থানের পর এটা অন্যতম বড় একটি হামলা ও হতাহতের ঘটনা। হামলায় শিশু, অন্তঃসত্ত্বা নারীসহ অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এ ‘জঘন্য কর্মকাণ্ড’ যুদ্ধাপরাধের শামিল।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতা দখল সামরিক বাহিনী। এর বিরুদ্ধে দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে তা দমন করে। জাতিসংঘের তথ্যমতে, সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এএআর/

Exit mobile version