Site icon Jamuna Television

আলোচনায় শাকিবের ‘লিডার: আমি বাংলাদেশ’ সিনেমার প্রথম গান

ভক্ত-সমালোচকদের মধ্যে ব্যাপক চর্চা চলছে আসন্ন ঈদে শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’ এর প্রথম গান নিয়ে। প্রায় একবছর পর প্রকাশিত নতুন কোনো গানে শাকিবের পারফর্মেন্স মুগ্ধ সমালোচকরাও।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পেয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার প্রথম গান ‘কথা আছে’। সিনেমার নায়ক শাকিব খানও তার ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও আপলোড করেছেন। ইতোমধ্যে প্রায় আটলাখ দর্শক দেখেছে শাকিবের ‘কথা আছে’। পোস্টের কমেন্ট বক্সে মুগ্ধতা প্রকাশ করে বাহবা দিচ্ছেন শাকিব ভক্তরা।

তারা বলছেন, গানটির কারণে ঈদে এ ছবি দেখার আগ্রহ বেড়েছে তাদের। বেশিরভাগ মন্তব্যেই শাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা।

র‍্যাপ ধাঁচের এ গানটি গেয়েছেন র‍্যাপার ও গায়ক তাবিব মাহমুদ। শাকিবের পাশাপাশি গানটির জন্য এ শিল্পীও দারুণ প্রশংসা পাচ্ছেন। গাওয়ার পাশাপাশি ‘কথা আছে’ গানটি লিখেছেন তাবিব নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা আর কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে তপু খান পরিচালিত শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ বাজিমাত করতে পারে। শাকিব ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর প্রমুখ।

/এসএইচ

Exit mobile version