Site icon Jamuna Television

ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করলো ইডি

ছবি: সংগৃহীত

বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে ভারতে বিবিসির বিরুদ্ধে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর হিন্দুস্তান টাইমসট’র।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এই মামলা দায়ের হয়েছে।

এর আগে, ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষের তদন্তের অংশ হিসেবে ভারতে বিবিসির অফিসে তল্লাশি চালানো হয়।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইনের আওতায় কোম্পানির কিছু কর্মকর্তারা নথি ও বিবৃতি রেকর্ড করার জন্য বলেছিল ইডি। প্রতিবেদনে বলা হয়েছে, আইন লঙ্ঘনের জন্য বিবিসিতে তদন্ত করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছিল, বিবিসির হিসাব-নিকাশ বইয়ে তারা অনিয়ম পেয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আয়ের কিছু অংশ প্রকাশ করা হয়নি। করের কিছু অংশ ফাঁকি দেয়া হয়েছে।

/এনএএস

Exit mobile version