Site icon Jamuna Television

৬ দিনে ট্রাফিক আইনে ৫২ হাজার মামলা

আগামীতে রাস্তায় গাড়ি থামিয়ে মামলা হবে না। ভিডিও ফুটেজ দেখে মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার দুপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, শুধুমাত্র ট্রাফিক আইন দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রয়োজন। ট্রাফিক সপ্তাহ চলাকালে গত ছয় দিনে ৫২ হাজার ৫শ’ ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version